You will be redirected to an external website

অযোধ্যা সফরে প্রধানমন্ত্রী মোদী, দীর্ঘ ১৫ কিমি রোড শোয়ের পর করবেন জনসভা

অযোধ্যা-সফরে-প্রধানমন্ত্রী-মোদী,-দীর্ঘ-১৫-কিমি-রোড-শোয়ের-পর-করবেন-জনসভা

অযোধ্যা সফরে প্রধানমন্ত্রী মোদী

আগামী ২২ জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রাম মন্দিরের উদ্বোধনের আগেই অযোধ্যাবাসীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। চলতি মাসের ৩০ তারিখ অযোধ্যায় রোড শো ও জনসভা করবেন তিনি। অযোধ্যা বিমানবন্দর উদ্বোধনের পরই রোড শো ও জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী মোদী। 

প্রধানমন্ত্রীর রোড শো ও জনসভা উপলক্ষে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন অযোধ্যার কমিশনার গৌরব দয়াল। তিনি বলেন, “সমস্ত বন্দোবস্ত হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি পর্যালোচনা করছেন। প্রধানমন্ত্রী ৩০ ডিসেম্বর আসছেন। অযোধ্যা বিমানবন্দর ও রেলস্টেশন প্রথম দফায় উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে।”

আগামী ৩০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি জানিয়ে অযোধ্যার কমিশনার গৌরব দয়াল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করবেন। তারপর অযোধ্য়া স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে কয়েকটি ট্রেনযাত্রার সূচনা করবেন। তিনি বিমানবন্দর থেকে রেলস্টেশন পর্যন্ত যাবেন রোড শো করার মধ্য দিয়ে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

গয়না,-জামা-কাপড়-থেকে-মিষ্টি-–-রামের-শ্বশুরবাড়ি-থেকে-অযোধ্যায়-আসছে-বিপুল-উপহার Read Next

গয়না, জামা-কাপড় থেকে মিষ...