You will be redirected to an external website

PM Narendra Modi: রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় প্রধানমন্ত্রী, বন্দে মাতরমে জানানো হল স্বাগত

PM-Narendra-Modi:-রাশিয়া-সফর-শেষে-অস্ট্রিয়ায়-প্রধানমন্ত্রী,-বন্দে-মাতরমে-জানানো-হল-স্বাগত

রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪০ বছরে এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে গেলেন। দুদিনের রাশিয়া সফর শেষে, মঙ্গলবার রাতেই ভিয়েনায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই  আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ভিয়েনায় পৌঁছতেই তাঁকে স্বাগত জানাতে আসেন সে দেশের চ্যান্সেলর। তাঁকে ধন্যবাদ জানিয়ে ছবিও পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফরে এসেছিলেন। এরপর নরেন্দ্র মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি অস্ট্রিয়া সফরে গেলেন।

ভিয়েনায় পৌঁছতেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয় বিশেষভাবে। অর্কেস্ট্রায় বাজানো হয় বন্দে মাতরম গানের সুর।

আজ, অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যন ডের বেলের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদী। দ্বিপাক্ষিক বৈঠক সারবেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে। পাশাপাশি ভারত ও অস্ট্রিয়ার শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী ও অস্ট্রিয়ার চ্যান্সেলর।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Landslide-at-Badrinath:-বদ্রীনাথ-হাইওয়েতে-ধস-সরিয়ে-রাস্তা-পরিষ্কারের-মাঝেই-আবার-নামল-ধস! Read Next

Landslide at Badrinath: বদ্রীনাথ হাইওয়...