You will be redirected to an external website

"আগামী বছর আবার এখানে ফিরে আসব”,চব্বিশের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসের উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

১৫ অগস্টের সকালে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসের উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । চিরাচরিত রীতি মেনে জাতীয় পতাকা উত্তোলনের পর লালকেল্লায় দাঁড়িয়ে জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসাবে স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে এটা তাঁর দশম এবং ২০২৪ লোকসভা ভোটের আগে শেষ ভাষণ ছিল। আগামী বছর ফের লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে নরেন্দ্র মোদীকে দেখা যাবে কিনা তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠছে। যদিও প্রশ্নের জবাব নির্ভর করছে নির্বাচনের ফলাফলের উপর।

এদিন লালকেল্লা থেকেই নাম না করেই বিরোধীদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “যে সব প্রকল্পের শিলান্যাস করেছি, সেই সমস্ত প্রকল্পের উদ্বোধন আমিই করব।” এরপরই জনগণের উদ্দেশে তিনি বলেন, “আজ লালকেল্লা থেকে আপনাদের সাহায্য, আশীর্বাদ নিতে এসেছি। যদি আপনাদের আশীর্বাদ থাকে তাহলে আগামী বছর আবার এখানে ফিরে আসব।” এপ্রসঙ্গে ১০০ বছর স্বাধীনতা দিবস উদযাপনের সময় ভারতকে বিশ্বভারতকে উন্নীত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। দেশবাসীকে ‘আদরের পরিবার’ সম্বোধন করে প্রধানমন্ত্রী জানান, তিনি জনগণের জন্যই বেঁচে রয়েছেন, জনগণের জন্যই স্বপ্ন দেখেন, জনগণের জন্যই পরিশ্রম করেন।

ভারতকে বিশ্বপিতা করার সংকল্প পূরণ করতে হলে চোখে-চোখ রেখে তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। দুর্নীতি দেশের ক্ষতি করেছে। পরিবারবাদ জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছে। তুষ্টিকরণে আমাদের দেশের বদনাম করেছে। এখন দেশ দুর্নীতিমুক্ত হয়েছে।” একইসঙ্গে দেশের নিরাপত্তার প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদী বলেন, “সিরিয়াল বোমা বিস্ফোরণ, জঙ্গি হামলার ঘটনা এখন অতীত।” বর্তমানে ভারত বিভিন্ন দিক থেকে উন্নীত হয়েছে। বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে এসেছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Himachal-Pradesh:-মেঘভাঙা-বৃষ্টিতে-বিপর্যস্ত-শিমলা,-বুধবার-স্কুল-কলেজ-বন্ধের-নির্দেশ Read Next

Himachal Pradesh: মেঘভাঙা বৃষ্টিতে ...