You will be redirected to an external website

সংসদে স্থাপিত হল ‘সেঙ্গোল’স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদী

সংসদে-স্থাপিত-হল-‘সেঙ্গোল’স্থাপন-করেন-প্রধানমন্ত্রী-মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হল নতুন সংসদ ভবনের

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হল নতুন সংসদ ভবনের। একইসঙ্গে সংসদ ভবনে স্থাপন করা হল ঐতিহাসিক সেঙ্গোল। শনিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সেঙ্গোল তুলে দেন তামিলনাড়ুর অধিনমের সন্তরা। আজ সকালে সংসদ ভবন উদ্বোধনের জন্য যে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানেই সেঙ্গোলটি রাখা ছিল। পুজোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেঙ্গোল নিয়ে নতুন সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সংসদ ভবনের লোকসভা কক্ষে স্পিকারের বসার জায়গার পাশেই সেঙ্গোল স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদী।

নতুন সংসদে লোকসভার স্পিকারের বসার জায়গার পাশেই স্থাপন করা হল সেঙ্গোল। সেঙ্গোল শব্দটি এসেছে তামিল শব্দ সেম্মাই থেকে, যার অর্থ ন্যায়পরায়ণতা। সেঙ্গোল আসলে রাজদণ্ড।ভারতের ইতিহাসে ‘সেঙ্গোল’ অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়ার সময় ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে এই সেঙ্গোল তুলে দেওয়া হয়েছিল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ...