You will be redirected to an external website

Narendra Modi: ‘নিজের দেশকেই ভয় দেখাচ্ছে’, কংগ্রেসকে ‘পাকিস্তান প্রেমী’ বলে কটাক্ষ মোদীর

Narendra-Modi:-‘নিজের-দেশকেই-ভয়-দেখাচ্ছে’,-কংগ্রেসকে-‘পাকিস্তান-প্রেমী’-বলে-কটাক্ষ-মোদীর

জোর কদমে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জোর কদমে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার তিনি প্রচারে গিয়েছেন ওড়িশায়। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে সকাল থেকেই বিপুল জনসমাগম হয়েছে। ভিড়ে থিকথিক করছে সভাস্থল। প্রধানমন্ত্রীর সভায় আসেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত পূর্ণমাসি জানি।

শনিবার সকালে ওড়িশার কান্ধামালে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে উঠতেই, বিজেপি কর্মীরা পদ্ম পুরস্কারপ্রাপ্ত পূর্ণমাসি জানির হাত ধরে মঞ্চে আনেন। প্রধানমন্ত্রী মোদী তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। এরপর প্রধানমন্ত্রী পূর্ণমাসি জানির পায়ে হাত দিয়ে প্রণাম করেন।

এ দিন ওড়িশার সভা থেকে কংগ্রেসকেও পাকিস্তান ইস্যু নিয়ে আক্রমণ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “কংগ্রেস নিজের দেশকেই ভয় দেখানোর চেষ্টা করে। ওরা বলে, সামলে চলো। পাকিস্তানের কাছে অ্যাটম বম্ব আছে। কংগ্রেসের বরাবরই এমন আচরণ। এই যে পাকিস্তানের বোমার কথা বলছে, ওই দেশের এমন হাল যে বোমা সামলানোর মতো অবস্থাও নেই। 

তিনি আরও বলেন, “কংগ্রেসের এই দুর্বল মানসিকতা, আচরণের জন্যই জম্মু-কাশ্মীরের মানুষেরা ৬০ বছর ধরে সন্ত্রাসবাদ সহ্য করেছে। দেশে এত হামলা হয়েছে, দেশ এটা কখনও ভুলবে না যে আতঙ্কবাদীদের উচিত শিক্ষা দেওয়ার বদলে এরা (কংগ্রেস) সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করত। ২৬/১১-র মুম্বই হামলার পর এদের সাহস ছিল না অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Arvind-Kejriwal-:-জেল-থেকে-বেরিয়েই-বিস্ফোরক-কেজরিওয়াল,-নিশানায়-মোদি Read Next

Arvind Kejriwal : জেল থেকে বেরিয়েই...

Related News