ষষ্ঠ দফার প্রচারে আবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী
ষষ্ঠ দফার প্রচারের জন্য আবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী রবিবার এবং সোমবার রাজ্যে মোট ছ’টি সভা করার কথা তাঁর।
রাজ্য বিজেপি সূত্রে খবর, ষষ্ঠ দফার প্রচারের জন্য রবিবার রাজ্যের দু’টি জায়গায় সভা করার কথা রয়েছে মোদীর। প্রথম সভাটি রয়েছে বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে। তার পর সেখান থেকে প্রধানমন্ত্রী যেতে পারেন বিষ্ণুপুরে।
এর পর সোমবার রাজ্যে আরও চারটি সভা করবেন মোদী। রবিবার রাতে তিনি কলকাতায় থাকতে পারেন। সোমবার প্রথম সভা রয়েছে পুরুলিয়ায়। বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে সভা করার পর তমলুক এবং ঘাটাল কেন্দ্রের জন্য একটি সভা করার কথা তাঁর। সেখানে প্রচার করবেন দলের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে। তার পর সেখান থেকে মোদী যেতে পারেন ঝাড়গ্রামে তৃতীয় সভায়। সেখানে তাঁর প্রচার করার কথা প্রার্থী প্রণত টুডুর সমর্থনে।
চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদী। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছু দিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই সফরসূচির কথা জানা গিয়েছে রাজ্য বিজেপির সূত্র মারফত। প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও এই সফরসূচি সম্বন্ধে বিস্তারিত জানানো হয়নি।