You will be redirected to an external website

ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,রাতে থাকবেন কলকাতাতেই, চার নির্বাচনী সভা রবিবার

ফের-রাজ্যে-আসছেন-প্রধানমন্ত্রী-নরেন্দ্র-মোদী,রাতে-থাকবেন-কলকাতাতেই,-চার-নির্বাচনী-সভা-রবিবার

ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

লোকসভা ভোটের প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হুগলি, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া— এই তিন জেলায় মোট চারটি জনসভা করবেন তিনি। শনিবারই কলকাতায় চলে আসছেন প্রধানমন্ত্রী। রাত্রিবাস করবেন রাজভবনে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহরকে। 

সোমবার দেশে এবং রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। তার আগের দিনই বাংলায় পর পর চারটি সভা করবেন মোদী। তাঁর প্রথম সভাটি হবে সকাল সাড়ে ১১টা নাগাদ, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে সভা করবেন তিনি। প্রধানমন্ত্রী দ্বিতীয় সভাটি করবেন চুঁচুড়ায়, হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে।

এই সভাটি তিনি করবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুড়শুড়ায়, বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে। প্রসঙ্গত, মোদীর সভার আগের দিনই হুগলিতে জনসভা করেছেন ‘দিদি’। শনিবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সপ্তগ্রাম বিধানসভার ডানলপ ময়দানে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীর চতুর্থ এবং দিনের শেষ সভাটি হবে হাওড়া জেলার সাঁকরাইলে। বিকেল ৪টে নাগাদ এই সভাস্থলে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। এই সভা থেকে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচার করবেন তিনি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Election-2024:-জেলায়-যাচ্ছে-তিন-হাজার-পুলিশ,-শহর-নিরাপদ-থাকবে-তো? Read Next

Election 2024: জেলায় যাচ্ছে তিন হ...