You will be redirected to an external website

শেষ মুহূর্তের প্রচার সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,মানুষের কাছ থেকে পেলেন অফুরান ভালবাসা

শেষ-মুহূর্তের-প্রচার-সারছেন-প্রধানমন্ত্রী-নরেন্দ্র-মোদী,মানুষের-কাছ-থেকে-পেলেন-অফুরান-ভালবাসা

শেষ মুহূর্তের প্রচার সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তার আগে দলের হয়ে শেষ মুহূর্তের প্রচার সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফাতেই ভোট রয়েছে তামিলনাড়ুতে। মঙ্গলবার সেখানেই প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সাধারণ মানুষের কাছ থেকে পেলেন অফুরান ভালবাসা।

মঙ্গলবার চেন্নাইয়ে ভোট প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই, দক্ষিণ চেন্নাইয়ের প্রার্থী তামিলিসাই সৌন্দররাজন, মধ্য চেন্নাইয়ের প্রার্থী বিনোজ পি সেলভাম এবং উত্তর চেন্নাইয়ের প্রার্থী আরসি পাল।

সাদা শার্ট, ভেস্তি (ধুতি) ও অঙ্গবস্ত্রম (শাল) পরে প্রচারে সম্পূর্ণ দক্ষিণী সাজে সেজেছিলেন প্রধানমন্ত্রী মোদী। হাতে ছিল পদ্মের কাটআউট। রোড শোয়ে প্রধানমন্ত্রী মোদীকে দেখতে রাস্তার দুই ধারে উপচে পড়া ভিড় ছিল।  ২ কিলোমিটার দীর্ঘ ওই পথ অতিক্রম করতে ৪৫ মিনিট সময় লাগে। প্রধানমন্ত্রীকে দেখা যায় উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়তে। উৎসাহিত কর্মী-সমর্থকরাও প্রধানমন্ত্রী মোদীকে দেখে “ভারত মাতা কি জয়” ও “মোদী মোদী” স্লোগান দেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

FirhadHakim:-ট্র্যাফিক-পুলিশের-মতো-মানুষ-সিবিআইকেও-মানে-না,বিজেপিকে-ফিরহাদের-তোপ Read Next

FirhadHakim: ট্র্যাফিক পুলিশের ...