You will be redirected to an external website

Narendra Modi: রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি! সন্দেশখালি কাণ্ডের আবহেই সফর

Narendra-Modi:-রাজ্যে-আসছেন-নরেন্দ্র-মোদি!-সন্দেশখালি-কাণ্ডের-আবহেই-সফর

বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার সম্ভাবনা

আগামী ৭ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার সম্ভাবনা। সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। আর সেই সমাবেশেই বক্তৃতা করার কথা প্রধানমন্ত্রীর৷ শনিবার থেকে দিল্লিতে বিজেপির দু’দিনের রাষ্ট্রীয় অধিবেশন শুরু হয়েছে। বাংলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব বারাসতে মহিলা সমাবেশের এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই খবর বিজেপি সূত্রের। সন্দেশখালি ইস্যুতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। 

দু’দিনের বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় রাজনাথ সিং-এর মুখে উঠে এসেছে সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গ। এই প্রেক্ষাপটে এবার প্রধানমন্ত্রীকে বঙ্গ সফরে এনে লোকসভা নির্বাচনে মহিলাদের মন পেতে এখন মরিয়া বঙ্গ পদ্ম শিবির বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

মহিলাদের সমর্থন না পেলে যে আগামী লোকসভা নির্বাচনে ভাল ফল করা কার্যত অসম্ভব৷ সে কথা মাথায় রেখেই এবার মহিলা ন্যায় সমাবেশের মাধ্যমে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারাসতের মাটিতে হাজির করানো মহিলাদের পাশে থাকার বঙ্গ বিজেপির কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

পার্থ-চট্টোপাধ্যায়ের-সঙ্গে-ব্যবসায়িক-সম্পর্ক-ছিল-অর্পিতা-মুখোপাধ্যায়ের,এমনই-দাবি-করলেন-পার্থ Read Next

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ...