You will be redirected to an external website

Ram Mandir: অযোধ্যায় ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন মোদী

Ram-Mandir:-অযোধ্যায়-২২-জানুয়ারি-রামমন্দিরের-উদ্বোধন-করবেন-মোদী

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

লোকসভা ভোটের আগে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টের তরফে তাঁকে আগামী ২২ জানুয়ারির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, ‘‘জয় সিয়ারাম! আজ আবেগে ভরা দিন। সম্প্রতি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কর্মকর্তারা আমার বাসভবনে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা আমাকে শ্রী রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। নিজেকে ধন্য মনে করছি।

সন্ধ্যায় দিল্লির দ্বারকা ১০ নম্বর সেক্টরের রামলীলা ময়দানে দশেরার প্রতীকী রাবণবধ উৎসবের মঞ্চ থেকে মোদী বলেছিলেন, ‘‘রামমন্দিরে রামলালার অধিষ্ঠান হতে আর মাত্র কয়েক মাস বাকি। ভগবান রামচন্দ্র আসতে চলেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, রামমন্দির নির্মাণের সাক্ষী থাকতে পারলাম।’’ এর পরেই তাঁর সংযোজন, ‘‘আগামী রামনবমী পালন করা হবে ওই রামমন্দিরে।’’ একই সঙ্গে, রামের আদর্শে দেশ গড়ারও ডাক দেন তিনি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

আবারও-অক্টোবরে-সেতু-ভেঙে-পড়ল-মোদী-শাহের-রাজ্যে,-মৃত-অন্তত-দুই Read Next

আবারও অক্টোবরে সেতু ভেঙ...