You will be redirected to an external website

Rishi Sunak: ভোরে স্ত্রীকে নিয়ে অক্ষরধাম মন্দিরে হাজির প্রধানমন্ত্রী সুনক

Rishi-Sunak:-ভোরে-স্ত্রীকে-নিয়ে-অক্ষরধাম-মন্দিরে-হাজির-প্রধানমন্ত্রী-সুনক

স্ত্রীকে নিয়ে অক্ষরধাম মন্দিরে হাজির প্রধানমন্ত্রী সুনক

বিদেশে জন্ম, বেড়ে উঠলেও নিজের শিকড়কে ভোলেননি। তা আরও একবার প্রমাণ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকেই সাতসকালে মন্দিরে হাজির হলেন ঋষি সুনক। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি। রবিবার সকালেই সস্ত্রীক ব্রিটেনের প্রধানমন্ত্রী দিল্লির অক্ষরধাম মন্দিরে যান পুজো দিতে। 

শুক্রবার জি-২০ সম্মেলনের শুরুতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেকে “গর্বিত হিন্দু” বলে পরিচয় দিয়েছিলেন। সেই সময়ই তিনি মন্দিরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সেই ইচ্ছাই পূরণ করা হল। সকাল সাতটা নাগাদ ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে যাওয়া হয় দিল্লির অক্ষরধাম মন্দিরে। 

শুক্রবারই ঋষি সুনক জানিয়েছিলেন, তিনি রাখীবন্ধন উৎসব পালন করতে পারলেও, কৃষ্ণ জন্মাষ্টমী পালনের সুযোগ পাননি। ভারতে যখন এসেছেন, তখন কোনও মন্দির দর্শন করেই জন্মাষ্টমী পালন না করতে পারার দুঃখটা পূরণ করে নেবেন। স্ত্রী অক্ষতা তাঁদের পছন্দের বেশ কিছু রেস্তোরাঁয় যাওয়ার পরিকল্পনা করেছেন বলেও জানান সুনক। তিনি জানান, দিল্লিতে থাকাকালীন তাঁরা এই রেস্তোরাঁগুলিতে প্রায়সময়ই যেতেন।

প্রসঙ্গত, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ঋষি সুনকের প্রথম ভারত সফর।শুক্রবার জি-২০ সম্মেলনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন ঋষি সুনক। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

৭৪-বছরের-গরমের-রেকর্ড,রাজস্থানের-জয়সলমেরের-তাপমাত্রা-পৌঁছল-৪৩.৫-ডিগ্রি Read Next

৭৪ বছরের গরমের রেকর্ড,রা...