You will be redirected to an external website

PM Modi: মোদী-বিরোধী জোট নিয়ে সরব প্রধানমন্ত্রী, বৈঠককে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী

PM-Modi:-মোদী-বিরোধী-জোট-নিয়ে-সরব-প্রধানমন্ত্রী,-বৈঠককে-কটাক্ষ-করলেন-প্রধানমন্ত্রী-মোদী

মোদী-বিরোধী জোট নিয়ে সরব প্রধানমন্ত্রী

বেঙ্গালুরুতে বিজেপি-বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠক শুরু হওয়ার আগে কড়া ভাষায় সেই বৈঠককে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী বৈঠকে অংশগ্রহণকারী নেতা-নেত্রীদের ‘দুর্নীতিবাজ’ বলে অভিহিত করেছেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধীদের কাছে দেশ নয়, আসলে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন একটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মঙ্গলবার সকালে ভার্চুয়ালি হাজির ছিলেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমেই ওই ভবনের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে একহাত নিয়েছেন বেঙ্গালুরুতে জড়ো হওয়া বিরোধীদের। তিনি বলেছেন, ‘‘ওঁরা পরিবারকেই অগ্রাধিকার দেন। দেশকে নয়। দুর্নীতি ওঁদের অনুপ্রেরণা। যে যত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন, বৈঠকে তাঁর আসন হবে তত বেশি গুরুত্বপূর্ণ।’’

মঙ্গলবার বিরোধী বৈঠককে কটাক্ষ করে মোদী আরও বলেন, ‘‘এ তো কট্টর ভ্রষ্টাচারীদের সম্মেলন হচ্ছে।’’ এর পরেই মোদী যোগ করেন, ‘‘বিরোধীদের মন্ত্র হল, অফ দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি এবং ফর দ্য ফ্যামিলি।’’ দেশকে পরিবারতান্ত্রিক রাজনীতির ভুক্তভোগী বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি জুড়ে দিয়েছেন, ‘‘গত ৯ বছরে আমরা পুরনো সরকারের ভুলগুলি শুধরে দেশের মানুষকে নতুন সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-রাজ্যজুড়ে-আংশিক-মেঘলা-আকাশ,আগামী-৪৮-ঘণ্টায়-এই-ঘূর্ণাবর্ত-নিম্নচাপে-পরিণত-হবে Read Next

Weather: রাজ্যজুড়ে আংশিক মেঘ...