You will be redirected to an external website

Narendra Modi: হ্যাটট্রিক! নরেন্দ্র মোদীকে জয়ের শুভেচ্ছাবার্তা ইতালির প্রধানমন্ত্রী

Narendra-Modi:-হ্যাটট্রিক!-নরেন্দ্র-মোদীকে-জয়ের-শুভেচ্ছাবার্তা-ইতালির-প্রধানমন্ত্রী-

নরেন্দ্র মোদীকে জয়ের শুভেচ্ছাবার্তা ইতালির প্রধানমন্ত্রী

পরপর তিনবার। ফের বিপুল ভোটে জয়ী হলেন নরেন্দ্র মোদী। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছে। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে পুনরায় সরকার গড়বেন নরেন্দ্র মোদী।

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সখ্যতার কথা কারও অজানা নয়। স্বাভাবিকভাবেই বারাণসীর সাংসদ হিসাবে নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক ও এনডিএ জোটের পরই তাঁকে টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন জর্জিয়া মেলোনি। টুইটারে তিনি লিখেছেন, “নির্বাচনী জয়ের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন। ইতালি ও ভারতকে ঐক্যবদ্ধ করতে এবং আমাদের জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতাকে সুসংহত করতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।”

ইতালির প্রধানমন্ত্রীর অভিনন্দনে আপ্লুত নরেন্দ্র মোদীও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। ভারত-ইতালি কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে তিনি প্রতিশ্রুতি বলে টুইটারে তিনি জানিয়েছেন।কেবল ইতালির প্রধানমন্ত্রী নন, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুও নরেন্দ্র মোদীকে জয়ের অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট পদে বসার পর থেকে বিভিন্ন ইস্যুতে ভারত-বিরোধিতা করে ঘরে-বাইরে বিতর্কে জড়িয়েছিলেন মহম্মদ মুইজ্জু। তবে এবার পুরানো দ্বন্দ্ব পিছনে ফেলেই নরেন্দ্র মোদীকে জয়ের অভিনন্দন জানিয়েছেন তিনি। দুই দেশের সমৃদ্ধি ও স্থিতাবস্থা বজায় রাখতে একসঙ্গে কাজ করারও বার্তা দিয়েছেন মুইজ্জু।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

রাজধানীর-পরে-দুরন্ত!-দমদমে-চার-ঘণ্টা-ধরে-অপেক্ষমাণ-আরও-এক-সুপারফাস্ট Read Next

রাজধানীর পরে দুরন্ত! দমদ...