বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অসম ও উত্তর পূর্বাঞ্চলের মানুষদের জন্য ২৯ মে, ২০২৩ তারিখটি এক ঐতিহাসিক দিন হয়ে উঠতে চলেছে। আজ, অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি অসম থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী নতুন করে ১৮২ কিমি বৈদ্যুতিকীকরণ সেকশনের পাশাপাশি অসমের লামডিঙে নব নির্মিত ডেমু/মেমু শেডেরও উদ্বোধন করবেন।
ট্রেনটি অসমের কামরূপ মেট্রোপলিটান, কামরূপ রুরাল, নলবাড়ি, বরপেটা, চিরাং, কোকরাঝাড় জেলা ও উত্তর বঙ্গরে আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও জলপাইগুড়ি জেলা হয়ে অতিক্রম করবে। এই বৃহৎ অঞ্চলের সাধারণ মানুষ আরামদায়কভাবে আধুনিক রেল ভ্রমণের সুবিধা পেতে চলেছেন। নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি সেকশনের দ্রুততম ট্রেনের মাধ্যমে বিদ্যমান ভ্রমণের সময় প্রায় এক ঘণ্টা কম হবে। বিভিন্ন গোষ্ঠীর মানুষ এই সুবিধা লাভ করবেন। এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন বিশালভাবে উপকৃত হবে।
সোমবার ২৯ মে, ২০২৩ দুপুর ১২টায় গুয়াহাটি থেকে শুরু হবে এবং নিউ জলপাইগুড়িতে সন্ধ্যা ৬টায় পৌঁছবে। ট্রেনটি কামাখ্যা, রঙিয়া জংশন, নলবাড়ি, বিজনি, নিউ বঙাইগাঁও, কোকরাঝাড়, ফকিরাগ্রাম জংশন নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও ধুপগুড়িতে থামবে। প্রধানমন্ত্রী ৯১.০৩ কিমি লম্বা নিউ বঙাইগাঁও-দুধনৈ-মেন্দিপাথার নতুন বৈদ্যুতিকীকরণ সেকশনটিরও উদ্বোধন করবেন।