দামোহে অল ইন্ডিয়া রেডিওর দাবি বাস্তবরূপ । সংগৃীত ছবি
কয়েক দশক ধরে দামোহে অল ইন্ডিয়া রেডিওর দাবি বাস্তবরূপ নিতে চলেছে। স্থানীয় সাংসদ এবং ভারত সরকারের জলশক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের বিশেষ প্রচেষ্টায় এটি সম্ভব হচ্ছে। আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ১১ টায় ভার্চুয়াল মাধ্যমে দামোহের এফএম স্টেশনের উদ্বোধন করবেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের উপস্থিতিতে স্থানীয় দূরদর্শন অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দামোহে এফএম রেডিও স্টেশন উপহার পাওয়ার খবরে খুশি এলাকার মানুষ।
দূরদর্শনের আধিকারিক অনিল লাখেরা জানিয়েছেন, অনুষ্ঠানটি শুক্রবার সকাল সাড়ে ১০টায় দামোহ জেলা সদরের দূরদর্শন অফিস সার্কিট হাউসের কাছে শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে সকাল ১১টায় ভাষণ দেবেন, যা অনুষ্ঠানস্থলে সরাসরি সম্প্রচার করা হবে। দামোহ জেলা সদরে আয়োজিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল বিশেষভাবে উপস্থিত থাকবেন।