You will be redirected to an external website

অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা শুভেন্দুর !

অভিষেকের-বিরুদ্ধে-কলকাতা-হাই-কোর্টে-মামলা-শুভেন্দুর-!

অনুমতি ছাড়ায় জাতীয় সড়কে মিছিল ! সংগৃহীত ছবি

অনুমতি না নিয়ে জাতীয় সড়কে মিছিল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা। অভিযোগ, নিয়ম ভেঙে অনুমতি না নিয়ে জাতীয় সড়কে মিছিল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা।

তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ৩০ দিন পার করেছে। এর মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান পেরিয়ে পুরুলিয়া পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জেলায়-জেলায় জনসংযোগ, মিছিল, পদযাত্রা, জনসভা করছেন তিনি। এর মধ্য়েই দুই জেলায় রাজনৈতিক কর্মসূচি করার ক্ষেত্রে নিয়ম ভাঙার অভিযোগ উঠল অভিষেকের বিরুদ্ধে। আর তা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু। 

অভিযোগ, উত্তর দিনাজপুরের ইটাহার এবং মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে মিছিল করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০২০ সালে শাহিনবাগ মামলায় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে জাতীয় সড়ক, সার্বজনিক স্থান আটকে মিটিং-মিছিল করা যাবে না। এর জন্য় প্রশাসনিক অনুমতি নিয়ে নির্দিষ্ট স্থানে সভা-সমিতি করতে হবে। যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়। রাজ্য়ের বিরোধী দলনেতার অভিযোগ এই নিয়ম ভেঙেছেন অভিষেক। বিনা অনুমতিতে মিছিল করেছেন। এর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

পড়ুয়াদের-কেন্দ্রীয়-'স্কলারশিপ'-নিয়ে-জেলায়-জেলায়-বড়-নির্দেশ-নবান্নের Read Next

পড়ুয়াদের কেন্দ্রীয় 'স্ক...