সারা দেশে জ্বলবে প্রতিবাদের আগুন ! সংগৃহীত ছবি
কংগ্রেসের বিরুদ্ধে ৯ মে সারা দেশে 'হনুমান চালিসা' পাঠ ঘোষণা করেছে বজরং দল। কর্ণাটক নির্বাচনী ইশতেহারে বজরং দলকে নিষিদ্ধ করার কংগ্রেসের প্রতিশ্রুতি দেশের রাজনীতিকে উত্তপ্ত করেছে। বজরং দল একে দুর্ভাগ্যজনক ও বিদ্বেষপূর্ণ বলে অভিহিত করেছে।
বজরং দলের জাতীয় আহ্বায়ক নীরজ দৌনেরিয়ার আহ্বানে মঙ্গলবার দেশব্যাপী সাপ্তাহিক সভা কর্মসূচিতে হনুমান চালিসা পাঠ করা হবে। দেশের সব প্রদেশের ইউনিটকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। আওধ প্রদেশের আহ্বায়ক মহেশ তিওয়ারি জানিয়েছেন যে ৯ মে সমস্ত জেলার মন্দির, মহানগর, ব্লক ও শহরের প্রধান কেন্দ্রগুলিতে হনুমান চালিসা পাঠ করা হবে।
বিশ্ব হিন্দু পরিষদ পূর্ব উত্তর প্রদেশের এলাকা সংগঠন মন্ত্রী গজেন্দ্র সিং বলেন, বজরং দল একটি সুশৃঙ্খল হিন্দু যুবকদের সংগঠন। এর ওপর নিষেধাজ্ঞা জারি হলে ইট-পাটকেল মারবে কংগ্রেস।