You will be redirected to an external website

Chandrababu Naidu: চন্দ্রবাবুকে গ্রেফতার করার প্রতিবাদ,বন‌্‌ধের ডাক টিডিপির

Chandrababu-Naidu:-চন্দ্রবাবুকে-গ্রেফতার-করার-প্রতিবাদ,বন‌্‌ধের-ডাক-টিডিপির

চন্দ্রবাবুকে গ্রেফতার করার প্রতিবাদ

চন্দ্রবাবু নায়ডুকে গ্রেফতার করার প্রতিবাদে সোমবার অন্ধ্রপ্রদেশ বন্‌ধের ডাক দিল তাঁর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)। অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণের দল জন সেনা পার্টি এই বন্‌ধকে সমর্থন করার ডাক দিয়েছে। এ দিন সকাল থেকেই রাজ্যের বিজয়ওয়াড়া, শ্রীকাকুলাম শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন টিডিপি সমর্থকেরা।

টিডিপির অভিযোগ, চন্দ্রবাবু নায়ডুকে ফাঁসাতে রাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের নির্দেশে মিথ্যা অভিযোগ সাজিয়েছে সিআইডি। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির দল। অন্য দিকে, সোমবার সকালেই রাজামুন্দ্রি কেন্দ্রীয় জেলে নিয়ে আসা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবুকে।

‘অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট’ মামলায় শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবুকে গ্রেফতার করার পর মধ্যরাত অবধি চলে জিজ্ঞাসাবাদ পর্ব। তার পরেই রবিবার সকালে চন্দ্রবাবুকে পেশ করা হয় বিজয়ওয়াড়ার দুর্নীতি বিরোধী আদালতে। সন্ধ্যায় টিডিপি প্রধানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর ঘোষণা করে আদালত।

অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত দুর্নীতি অভিযোগের তদন্ত করছে রাজ্যের গোয়েন্দা দল সিআইডি। তদন্তে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছিল তারা। শনিবার তাঁর বিরুদ্ধে অ-জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Abhishek-Banerjee:-বুধবার-‘ইন্ডিয়া’র-কমিটি-বৈঠকের-দিনেই-ইডি-তলব!-জানালেন-অভিষেক Read Next

Abhishek Banerjee: বুধবার ‘ইন্ডিয়া’...