You will be redirected to an external website

তৃণমূলের পেশ করা ভিডিওর ছবিতে প্রতিবাদ বিজেপি-র

তৃণমূলের-পেশ-করা-ভিডিওর-ছবিতে-প্রতিবাদ-বিজেপি-র

রামনবমী মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রতিবাদ

হাওড়ায় রামনবমীর মিছিলে রিভলভার ব্যবহারের অভিযোগ ওঠায় চাপে পড়ল বিজেপি। তৃণমূলের পেশ করা ভিডিওর ছবিতে প্রতিবাদ জানিয়েছে বিজেপি।বিজেপি নেতা-কর্মীরা অতীতে রামনবমীর মিছিলে অংশ নিলেও তার সে ভাবে ঘোষণা থাকত না।

 কিন্তু এ বার বিজেপি আগেই জানিয়ে দিয়েছিল, দল আয়োজন না করলেও রাজ্যের সর্বত্র নেতা-কর্মীরা মিছিলে অংশ নেবেন। এ বার সেই মিছিলে আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ এনে ভিডিও পেশ করেছে তৃণমূল।

বিজেপি-র রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে অনেক মিছিল বেরিয়েছে। তাতে বিজেপির কর্মীরাই শুধু যোগ দিয়েছেন তা নয়। স্বতস্ফূর্ত ভাবে অনেক সাধারণ মানুষও যোগ দিয়েছেন। অনেক জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকরাও। আমার তো মনে হয় রিভলভার হাতে কাউকে তৃণমূল ঢুকিয়ে দিয়ে ছবি তুলেছে। এ ভাবে বিজেপির বদনাম করা যাবে না।’’

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

বাংলার-আইন-শৃঙ্খলা-পরিস্থিতি-জানতে-সুকান্তকে-ফোন-অমিত-শাহর Read Next

বাংলার আইন-শৃঙ্খলা পরিস�...

Related News