You will be redirected to an external website

চালে পোকামাকড়ের পর এবার সেই চাল চুরির অভিযোগ এক সহায়িকার ওপর!

চালে-পোকামাকড়ের-পর-এবার-সেই-চাল-চুরির-অভিযোগ-এক-সহায়িকার-ওপর!

আইসিডিএস সেন্টারের চাল, ডাল চুরির ঘটনায় বিক্ষোভ । সংগূহীত ছবি

পড়ুয়াদের মিড ডে মিলের চালে পোকামাকড় পাওয়ার অভিযোগের পর এবার সেই চাল চুরির অভিযোগ উঠেছে দূর্গাপুরের এক অঙ্গনায়াডি স্কুলে ।সহায়িকার বিরুদ্ধে চাল চুরির অভিযোগ তুলে দুর্গাপুরের কমলপুরের ঘোষপাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখালেন বাসিন্দাদের একাংশ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই সহায়িকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ যায়। প্রশাসনের আধিকারিকদের মধ্যস্থতায় শেষমেশ পরিস্থিতি স্বাভাবিক হয়। 

পাশাপাশি, এ দিন রানিগঞ্জের তিরাট পঞ্চায়েতের কোয়ারডি কোলিয়ারি এলাকার ১৩৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোকাযুক্ত চাল দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান এলাকাবাসীর একাংশ।আইসিডিএস সেন্টারের দিদিমণি ও রাধুনিকে ঘেরাও করে রাখা হয় দীর্ঘ সময়। আইসিডিএস সেন্টারের চাল, ডাল চুরির ঘটনায় বিক্ষোভের পর মহিলারা সাক্ষর সংগ্রহ করছেন।সেই সাক্ষর জমা পড়বে কাউন্সিলারের কাছে ।  শনিবার এমনটাই জানালেন বিক্ষোভকারী মায়েরা। 

দীর্ঘদিন ধরেই শিশুদের খাবার ঠিকমতো দেওয়া হচ্ছিল না। অত্যন্ত নিম্নমানের খাবার তাও অনেককে দেওয়া হচ্ছিল না। স্বাভাবিকভাবেই চাল, ডাল চুরি সম্পর্কে সন্দেহ দানা বাধছিল স্থানীয়দের মধ্যে। শনিবার সকালে গিয়ে দেখা যায় সামান্য খিচুরি করেছে কয়েকজনকে দেওয়ার জন্য। শিশুদের মায়েরা আইসিডিএস সেন্টারের দিদিমণি ও রাধুনিকে চেপে ধরলে জানা যায় শুক্রবার চাল, ডাল তাঁরা বিক্রি করেছে।

কাউন্সিলর বলেন, ‘‘ওয়ার্ডে প্রায় ১৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। কিন্তু ওই কেন্দ্রের কাজকর্ম নিয়ে মাঝে-মধ্যেই অভিযোগ উঠছে।’’ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পারমিতাদেবী জানান, বাসিন্দারা লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ খতিয়ে দেখা হবে।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অনুব্রতই-ছিলেন-বীরভূমের-নীল-কন্ঠ-!-কেন-এমন-বিষ-পান-করতেন-অনুব্রত? Read Next

অনুব্রতই ছিলেন বীরভূমের...