You will be redirected to an external website

Water Crisis : তীব্র গরমে পানীয় জলের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ স্থানীয়দের

Water-Crisis-:-তীব্র-গরমে-পানীয়-জলের-দাবিতে-বিক্ষোভ,-রাস্তা-অবরোধ-স্থানীয়দের

তীব্র গরমে পানীয় জলের দাবিতে বিক্ষোভ

কটা সময় পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রার পারদ উঠে গিয়েছিল ৪৪ দিগ্রি সেলসিয়াসে। রীতিমতো হাঁসফাঁস করছিলেন মানুষ। যদিও কয়েকদিন আগের ঝড় বৃষ্টিতে একটু হলেও নেমেছে পারদ। কিন্তু জলের কষ্ট রয়ে গিয়েছে সেই আগের মতোই।

স্থানীয় পাঠকপাড়া ও পার্শ্ববর্তী চ্যাটার্জী রুইদাস পাড়াতে সপ্তাহখানেক ধরে কলে জল পড়ছে না বলে অভিযোগ উঠেছে। পকেটের টাকা খরচ করে অথবা পার্শ্ববর্তী এলাকা থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে বলে জানান পাড়ার বাসিন্দারা। তাই কলে নিয়মিত পানীয় জল সরবরাহের দাবিতে শুক্রবার বেলা দশটা নাগাদ উখড়া-মাধাইগঞ্জ রোডের আনন্দমোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সংশ্লিষ্ট পাড়ার বাসিন্দাদের একাংশ।

বিক্ষোভ চলে দুপুর বারোটা পর্যন্ত। অবরোধের ফলে তৈরি হয় যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উখড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে সাফ জানান বিক্ষোভকারীরা।

এরপর ঘটনাস্থলে পৌঁছন উখড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু মুখোপাধ্যায়। তার মধ্যস্থতাই ওঠে অবরোধ। রাজু বাবু জানান, "সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ওই পাড়াগুলিতে প্রতিদিন ট্যাঙ্কারে করে পানীয় জল পাঠানো হবে।" এছাড়াও তিনি বলেন, "পাইপ লাইনের কাজ অনেক বাকি রয়েছে। ঠিকাদার কেন পাইপ লাইনের কাজ বাকি রাখিয়ে রেখেছে সেই সেই বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করা হবে।"

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Kedarnath-Yatra-:-রাতভর-প্রবল-তুষারপাত,-স্থগিত-কেদারনাথ-যাত্রা Read Next

Kedarnath Yatra : রাতভর প্রবল তুষার...