বাংলা জুড়ে পুজোর উৎসবে মাতোয়ারা মানুষ
বাংলা জুড়ে পুজোর উৎসবে মাতোয়ারা মানুষ। উৎসব মানেই বহু পর্যটক আসবেন দিঘা-মন্দারমনি-তাজপুর-শঙ্করপুরে। এ বারেও তার অন্যথা হয়নি। পুজোর দিনগুলিতে বৃষ্টিতে ভিজবে দিঘা! হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, দিঘা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর দিনগুলিতে।আবহাওয়া দফতরের স্পেশ্যাল রিপোর্ট অনুযায়ী, মহাষ্টমীর দিন থেকে দিঘা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আবহাওয়া বদল হওয়ার সম্ভাবনা। এমনকি বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, সপ্তমী থেকে অষ্টমী অর্থাৎ শনি ও রবিবার মূলত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা কমবে।দুর্গাপুজোর নবমীর দিন থেকে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দশমীর দিন। হাওয়া অফিসের পূর্বাভাস, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং হুগলি-সহ বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।২১ অক্টোবর শনিবার দিঘার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন দিঘা-সহ জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই।