You will be redirected to an external website

Metro Tickets: ইস্ট-ওয়েস্ট মেট্রোর একাংশে কিউআর কোডেও টিকিট

Metro-Tickets:-ইস্ট-ওয়েস্ট-মেট্রোর-একাংশে-কিউআর-কোডেও-টিকিট

ইস্ট-ওয়েস্ট মেট্রোর একাংশে কিউআর কোডেও টিকিট

ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পথের সব স্টেশনেই এ বার কিউআর কোড নির্ভর টাকা (টিকিটের মূল্য) মেটানোর ব্যবস্থা চালু হল। এর আগে শুধুমাত্র শিয়ালদহ মেট্রো স্টেশনে ওই সুবিধা পাচ্ছিলেন যাত্রীরা।

নতুন এই ব্যবস্থায় শিয়ালদহ ছাড়াও ওই মেট্রোপথের বাকি সাতটি স্টেশনে এ বার থেকে ওই সুবিধা মিলবে। এই ব্যবস্থায় বুকিং কাউন্টারে গিয়ে কোনও যাত্রী গন্তব্য স্টেশনের নাম বললে কাউন্টারে বসে থাকা কর্মী কম্পিউটারের নির্দিষ্ট বোতাম টিপলে পর্দায় একটি কিউআর কোড ভেসে উঠবে।

এর পরে ওই যাত্রী মোবাইলের ইউপিআই ব্যবস্থা থেকে কোডটি স্ক্যান করে নির্দিষ্ট টাকার অঙ্ক মেটালেই কাগজের কিউআর কোড সংবলিত টিকিট বেরিয়ে আসবে। সেই টিকিটই স্বয়ংক্রিয় গেটে স্ক্যান করে যাত্রী সফর করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের সহায়তায় এই ব্যবস্থা রূপায়িত হয়েছে। 

অতিমারি পরিস্থিতির পরে অজ্ঞাত কারণে মেট্রো কর্তৃপক্ষ ওই সব কাউন্টার তুলে দেন। তবে নতুন এই ব্যবস্থা কিউআর কোড নির্ভর কাগজের টিকিট স্বয়ংক্রিয় গেটে স্ক্যান করার ক্ষেত্রে হওয়া নানা অসুবিধার কোনও সুরাহা করতে পারবে না বলেই মেট্রো সূত্রের খবর।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Flamingoes:-মুম্বই-বিমানবন্দরে-অবতরণের-সময়-বিমানের-ধাক্কায়-মৃত্যু-৪০টি-ফ্লেমিঙ্গোর Read Next

Flamingoes: মুম্বই বিমানবন্দরে ...