নিতীশ সিং-কে কটাক্ষ সি পি সিং -এর ? সংগৃহীত ছবি
ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও জনতা দল ইউনাইটেডের প্রাক্তন সভাপতি আর সি পি সিং। বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান তাঁকে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পরই বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমারের বিরুদ্ধে তোপ দেগেছেন আর সি পি সিং।
একদা নীতীশ-ঘনিষ্ট হিসাবে পরিচিত ছিলেন আরসিপি। কিন্তু গত অগস্টে নীতীশ বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডি, কংগ্রেস, বামেদের সঙ্গে ‘মহাগঠন্ধন’ গড়ার পরেই দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। জেডিইউ ছাড়ার কথাও ঘোষণা করেছিলেন। ২০২১ সালে নীতীশের আপত্তি সত্ত্বেও আরসিপির কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার কারণে, জটিলতা তৈরি হয়েছিল বলে দলের অন্দরের খবর। অসন্তুষ্ট নীতীশ এর পর আরসিপি সিংহকে রাজ্যসভা থেকে আর মনোনীত করেননি। এমনকি, তাঁর সম্পত্তির হিসেব নিয়েও তদন্তের পথে হাঁটার ইঙ্গিত দেন নীতীশ।
গেরুয়া শিবিরে যোগ দেওয়া আর সি পি সিং বলেছেন, নীতীশ কুমারকে সবাই পিএম বলেন, আমিও তাঁকে বলেছি, আপনি পিএম ছিলেন, পিএম আছেন এবং পিএম থাকবেন। পিএম-এর অর্থ পাল্টিবাজ। সিং আরও বলেছেন, চেয়ারের জন্য এখন যা ইচ্ছে তাই করে চলেছেন নীতীশ কুমার।