You will be redirected to an external website

ফের অচল করা হলো ২০০০ হাজার টাকার নোট , কিন্তু কেন এমন সিদ্ধান্ত সরকারের !

২ হাজার টাকার নোট তুলে নিচ্ছে আরবিআই

নতুন করে বাতিল দু'হাজার টাকার নোট। এবার ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। আর ২০০০ টাকার নোট ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। তবে এও জানান হয়েছে, বাজারে যে ২০০০ টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে।

সাধারণ মানুষকে যাতে নতুন করে আর ২০০০ টাকার নোট গ্রাহকদের না দেওয়া হয় ব্যাঙ্কগুলিকে সেই নির্দেশও দেওয়া হয়েছে৷ ২০০০ টাকার নোটের ভবিষ্যৎ নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল৷ ২০১৮-১৯ সালেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে ২০০০ টাকার নোট বাজারে আনা হয়েছিল, তা পূরণ হয়েছে৷ কারণ সেই সময়  বাজারে কম মূল্যের নোটের সরবরাহ কম ছিল৷ সেই ঘাটতি পূরণ করেছিল ২০০০ টাকার নোট৷ যদিও বর্তমানে অন্যান্য নোটের সরবরাহ পর্যাপ্ত রয়েছে৷ সেই কারণেই ২০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে৷

আরবিআই আরও জানিয়েছে, ২০০০ টাকার ৮৯ শতাংশ নোটই ২০১৭ সালের আগে ছাপানো৷ ফলে সেগুলির চার-পাঁচ বছরের যে স্বাভাবিক আয়ু তা ইতিমধ্যেই ফুরিয়েছে৷ ২০২৩ সালের ৩১ মার্চের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে বাজারে যে সংখ্যক ২০০০ টাকার নোট রয়েছে তাঁর মূল্য ৩.৬২ লক্ষ কোটি টাকা৷ আরবিআই-এর এই ঘোষণায় অনেকেরই ২০১৬ সালে মোদি সরকারের নোট বাতিলের কথা মনে পড়ছে৷

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ধেয়ে-আসছে-ভয়ানক-দুর্যোগ!-ক’দিনেই-বাংলা-জুড়ে-প্রবল-ঝড়বৃষ্টি Read Next

ধেয়ে আসছে ভয়ানক দুর্যোগ! ...