হাতজোড় করে আবেদন করেন আরএসএস কর্মী ! সংগৃহীত ছবি
রবিবার বিকেলে পূর্ব বর্ধমানের রায়নার বিভিন্ন গ্রামে ঘুরে জনসংযোগ সারছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । জনসংযোগ যাত্রায় বেরনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সমাধান চাইলেন আরএসএস কর্মীরা। রবিবার রায়নায় গাড়ি করে যাওয়ার সময় তাঁর গাড়ি থামান আরএসএসের এক কর্মী। অভিষেককে ‘স্যর’ সম্বোধন করে তিনি সমস্যার কথা বলেন। জানান যে হরেকৃষ্ণ কোঙার সেতুতে গত ৫, ৬ বছর ধরে আলো জ্বলে না। তাতে সকলের খুব অসুবিধা হয়। ল্যাম্পপোস্ট থাকলেও আলো নেই।যদি আলোর ব্যবস্থা করে দেওয়া যায়, সেই মর্মে তিনি অভিষেকের কাছে কার্যত মিনতি জানান ।
রবিবার বিকেলে পূর্ব বর্ধমানের রায়নার বিভিন্ন গ্রামে ঘুরে জনসংযোগ সারছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুনছিলেন গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা। কেউ বার্ধক্যভাতা পাচ্ছেন না বলে অভিষেকের কাছে অভিযোগ জানাতে গিয়ে কেঁদে ফেললেন। কেউ বা জানালেন রাস্তা, পানীয় জলের সমস্যার কথা। সবই মন দিয়ে শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলের সঙ্গে কথা বলে খুঁটিনাটি জেনে আশ্বাস দেন, সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে তিনি দ্রুত সমাধানের চেষ্টা করবেন।
৫, ৬ বছর ধরে আলো জ্বলে না। ফলে ব্রিজ পারাপারকারীদের সমস্যা হয়। এর সমাধান করার জন্য অভিষেক ‘স্যর’-এর কাছে হাতজোড় করে আবেদন করেন আরএসএস কর্মী। অভিষেক তাঁর নাম, ফোন নম্বর সব নিয়ে আশ্বাস দেন, দ্রুত সমাধান করে দেবেন। গাড়িতে বসে তাঁর সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক তাঁর নাম, ফোন নম্বর সব নিয়ে আশ্বাস দেন, দ্রুত সমাধান করে দেবেন