কাকভোরে দিল্লির সবজি বাজারে রাহুল গান্ধী
টম্যাটো থেকে শুরু করে বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে বাজারের হাল-হকিকত জানতে ময়দানে নামলেন রাহুল গান্ধী স্বয়ং। আজ, মঙ্গলবার সরাসরি দিল্লির আজাদপুর মান্ডিতে পৌঁছে যান রাহুল গান্ধী। সেখানে গিয়ে ক্রেতা থেকে ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন তিনি। মূলত, সবজির অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়েই খোঁজ-খবর নেন তিনি।
জানা গিয়েছে, এদিন একেবারে কাকভোরে দিল্লির আজাদপুর মাণ্ডিতে পৌঁছে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ওই মাণ্ডিতে বেশ কিছুক্ষণ ঘোরেন এবং সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সবজির কী দাম চলছে, কোথা থেকে সবজি আসছে, হঠাৎ করে সবজির দাম অস্বাভাবিক বৃদ্ধি পেল, সে ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নেন রাহুল।
প্রসঙ্গত, ২০২৪ লোকসভা ভোট আসন্ন। বিরোধী জোট ইন্ডিয়া-র পাশাপাশি ঘর গোছাতে শুরু করেছে শাসকদলও। এদিকে, মোদী পদবি মামলার জেরে রাহুল গান্ধীকে সাংসদ পদ থেকে বহিষ্কৃত করা হয়েছে। তবে সাংসদ পদ না থাকলেও সক্রিয় রাজনীতি থেকে যে তিনি সরছেন না, বরং আগামী দিনের জন্য নিজেকে আরও গোছাচ্ছেন, তা রাহুল গান্ধীর সাম্প্রতিক কাজকর্মেই স্পষ্ট। দিন কয়েক আগে দিল্লিতে এক মোটরবাইক সারাইয়ের দোকানে গিয়েছিলেন রাহুল গান্ধী। শুধু দোকানে যাওয়া নয়, কংগ্রেস নেতাকে খোদ মোটরবাইক সারাইয়ের কাজ করতে দেখা যায়।