You will be redirected to an external website

Rahul Gandhi: ইম্ফলে সভার অনুমতি পেলেন না রাহুল গান্ধী

Rahul-Gandhi:-ইম্ফলে-সভার-অনুমতি-পেলেন-না-রাহুল-গান্ধী

ইম্ফলে সভার অনুমতি পেলেন না রাহুল গান্ধী

১৪ জানুয়ারি ইম্ফল শহরের কেন্দ্রে প্যালেস চত্বরের সরকারি ময়দানে জনসভা করে দেশের পূর্ব থেকে পশ্চিম অভিমুখে রাহুলের এই যাত্রা শুরু হবে। কিন্তু মণিপুরের বিজেপি-শাসিত সরকার আজ সেই রাজ্যের ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি’-র যুক্তি দিয়ে জনসভা আয়োজনের আর্জি খারিজ করে দিল। মণিপুর সরকার জানিয়েছে, প্যালেস চত্বরে শুধুমাত্র পতাকা উত্তোলন করা যাবে। সেখানে সীমিত সংখ্যক লোক জড়ো হতে পারবেন। তাঁদের নাম আগেভাগে জেলা প্রশাসনকে জানাতে হবে।

মণিপুরে গত মে মাস থেকে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা চলছে। তা থামাতে না পারার জন্য কেন্দ্রের ও রাজ্যের বিজেপি সরকারের দিকেই ব্যর্থতার আঙুল উঠেছে। সেই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘কাজে লাগিয়ে’ রাহুলের যাত্রার শুরুতে জনসভার অনুমতি না-দেওয়াকে আজ কংগ্রেস ‘দুর্ভাগ্যজনক’ ও ‘গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়েছে। কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, ইম্ফলের ওই ময়দানের পরিবর্তে থৌবালে খোংজম এলাকার এক বেসরকারি ময়দান থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে।

কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, ‘‘যখন পূর্ব থেকে পশ্চিম ভারতে যাত্রা শুরু হচ্ছে, তখন কী ভাবে মণিপুরকে এড়িয়ে যাওয়া যায়? সে ক্ষেত্রে আমরা দেশের মানুষকে কী বার্তা দেব?” কংগ্রেসের বক্তব্য, এক সপ্তাহ আগেই তারা মণিপুর সরকারের কাছে ইম্ফলে জনসভার অনুমতি চেয়েছিল। আজ সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি কে মেঘচন্দ্র, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওক্রাম ইমোবি সিংহের নেতৃত্বে কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সঙ্গে দেখা করেন। তখনই বীরেন জানিয়ে দেন, জনসভার অনুমতি দেওয়া হবে না। কংগ্রেস নেতারাও জানান, মণিপুর থেকেই রাহুলের যাত্রা শুরু হবে। ১৪ জানুয়ারি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে রাহুলের যাত্রাকে সবুজ পতাকা দেখাবেন। ওই দিনই মণিপুর পেরিয়ে রাহুলের বাসের কনভয় নাগাল্যান্ডে পৌঁছে যাবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Sheikh-Hasina:-৩৬-মন্ত্রী-নিয়ে-পঞ্চম-বার-প্রধানমন্ত্রী-হাসিনার-শপথ-বৃহস্পতির-সন্ধ্যায় Read Next

Sheikh Hasina: ৩৬ মন্ত্রী নিয়ে পঞ...