রাজনীতিকে তলানিতে এনে ফেলেছেন রাহুল গান্ধি
ফেক ভিডিও নয়, কংগ্রেসের উচিত নির্বাচনী ইস্তাহারের ভিত্তিতে লড়াই করা’, এডিট করা ভিডিও প্রসঙ্গে মঙ্গলবার কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে একটি ভিডিও প্রচারিত হয়, দিল্লি পুলিশ জানিয়েছেন, এই ভিডিও বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হয়েছে৷
ভারতে বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণ বাতিল করা নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে৷ সেটি বলছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেটি একটি এডিটেড ভিডিও৷ একাধিক সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে৷ আর সেই হ্যান্ডেলগুলির বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে৷
এর আগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তেলঙ্গানা কংগ্রেসের শাখার বিরুদ্ধের অভিযোগ তোলেন অমিত শাহের একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যেটি পূর্ণ মাত্রায় ভুয়ো এবং যে কোনও সময় এটির জন্য বড় কোনও হিংসার ঘটনা ঘটতে পারে৷ তিনি আরও দাবি করেছেন, একজন সিনিয়র কংগ্রেস নেতা এই কাণ্ড ঘটিয়েছেন৷ আর সেই কারণেই সারা দেশজুড়ে সেই নেতার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, পদক্ষেপ করা হচ্ছে৷