You will be redirected to an external website

তেলঙ্গানা সফরে গিয়েছেন রাহুল গান্ধী,দোকানে দাঁড়িয়ে ধোসা তৈরি করছেন রাহুল গান্ধী

তেলঙ্গানা-সফরে-গিয়েছেন-রাহুল-গান্ধী,দোকানে-দাঁড়িয়ে-ধোসা-তৈরি-করছেন-রাহুল-গান্ধী

দোকানে দাঁড়িয়ে ধোসা তৈরি করছেন রাহুল গান্ধী

কখনও ভোরে উঠে দিল্লির মাণ্ডি বাজারে গিয়েছেন, তো কখনও হাইওয়ের ধারে মোটর মেকানিকের দোকানে গিয়ে গাড়ি সারাই করতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। এবার তেলঙ্গানায় রাস্তার ধারে একটি ধোসার দোকানে দাঁড়িয়ে ধোসা (Dosa) তৈরি করতে দেখা গেল রাজীব-তনয়কে (Rahul Gandhi)। 

মূলত, নির্বাচনী প্রচারেই তেলঙ্গানা সফরে গিয়েছেন রাহুল গান্ধী। শুক্রবার তেলঙ্গানার করিমনগর থেকে জাগতিয়াল জেলা পর্যন্ত ‘বিজয়ভেরি যাত্রা’ করেন তিনি। সেই যাত্রার মাঝেই জাগতিয়াল জেলায় এক বাসস্ট্যান্ডের কাছে একটি ধোসার দোকানে ঢুকে ধোসা তৈরির চেষ্টা করেন রাহুল গান্ধী।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ধোসার দোকানে ঢুকে প্যানে ধোসার ব্যাটার দিয়ে কড়াই থেকে গরম তেল তুলে সেটির মধ্যে ছড়াচ্ছেন। রাহুল গান্ধীকে ধোসা তৈরিতে সাহায্য করছেন দোকানদার। ধোসা তৈরির পর পথচলতি মানুষজনের সঙ্গেও কথা বলেন রাহুল গান্ধী। বাচ্চাদের চকোলেটও দেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Cyclone:-‘বিপর্যয়’-এর-পর-এ-বার-‘তেজ’!-ঘূর্ণিঝড়টি-রবিবারের-মধ্যে-প্রবল-ঘূর্ণিঝড়ে-পরিণত-হবে Read Next

Cyclone: ‘বিপর্যয়’-এর পর এ বার ...