You will be redirected to an external website

Rahul Gandhi: বাংলায় পাঁচ দিন থাকবেন রাহুল গান্ধী, যাত্রায় আহ্বান ‘ইন্ডিয়া’র সব দলকে

Rahul-Gandhi:-বাংলায়-পাঁচ-দিন-থাকবেন-রাহুল-গান্ধী,-যাত্রায়-আহ্বান-‘ইন্ডিয়া’র-সব-দলকে

বাংলায় পাঁচ দিন থাকবেন রাহুল গান্ধী

লোকসভা ভোটের আগে ফের ‘যাত্রা’ শুরু করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ১৪ জানুয়ারি, রবিবার উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফল থেকে পশ্চিম উপকূলের দিকে যাত্রা শুরু করবেন ওয়ানাড়ের ক‌ংগ্রেস সাংসদ।

বৃহস্পতিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, বাংলায় মোট পাঁচ দিন থাকবেন রাহুল। পশ্চিমবঙ্গের সাতটি জেলার ৫২৩ কিলোমিটার পথ অতিক্রম করবে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। পাশাপাশি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম এ-ও বলেছেন যে, এই যাত্রায় ‘ইন্ডিয়া’ভুক্ত সব দলকে কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হবে। 

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বৃহস্পতিবার বলেন, ‘‘এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর বিষয়। যদি আমন্ত্রণ আসে, সে ক্ষেত্রে দলের অবস্থান কী হবে, তা সর্বোচ্চ নেতৃত্বই ঠিক করবেন।’’ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, ‘‘আমাদের লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। কিন্তু সেই লড়াইয়ে আমরা কখনওই দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াব না।’’ তার অর্থ কী? সেলিম তা স্পষ্ট করে না বললেও এটা পরিষ্কার যে, সিপিএম রাজ্য সম্পাদক বোঝাতে চেয়েছেন, কংগ্রেসের কর্মসূচিতে তৃণমূল গেলে তাঁদের দল সেখানে শামিল হবে না।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

হাসপাতালে-ইডির-আহত-তিন-আধিকারিককে-দেখতে-এলেন-রাজ্যপাল Read Next

হাসপাতালে ইডির আহত তিন আ...