You will be redirected to an external website

রাহুল গান্ধীর আবেদন খারিজ, সুরাটের আদালত প্রত্যাখ্যান করল কংগ্রেস নেতার আর্জি!

রাহুল-গান্ধীর-আবেদন-খারিজ,-সুরাটের-আদালত-প্রত্যাখ্যান-করল-কংগ্রেস-নেতার-আর্জি!

মোদী পদবি মন্তব্য মামলায় সুরাট আদালতে ধাক্কা রাহুলের!

 কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিল সুরাটের আদালত। ফলে স্বস্তি আর পেলেন না রাহুল, 'মোদি পদবি' মন্তব্যের জন্য ২০১৯ সালের মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল, সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু, বৃহস্পতিবার রাহুলের আবেদন প্রত্যাখ্যান করেছে সুরাট আদালত। সুরাটের আদালতের রায়ের উপর নির্ভর করছিল রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়া, কিন্তু তা আর হল না।

২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদী’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ সুরাট ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল। তারই ভিত্তিতে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের -ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন )-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেছিলেন। ম্যাজিস্ট্রেট কোর্টের সেই রায়ের বিরুদ্ধে গত ৩ এপ্রিল সুরাটেরই দায়রা আদালতে  আবেদন জানিয়েছিলেন রাহুল। বিচারক আরপি মোগেরা তা গ্রহণ করে জামিন বহাল রাখার নির্দেশ দেন।

তবে সে দিন দায়রা আদালত রাহুলকে দোষী ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মার রায়ের উপর স্থগিতাদেশ দেয়নি। দায়রা আদালতের কাছে ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ পাওয়ার জন্য রাহুলের তরফে যে আর্জি জানানো হয়েছিল, বৃহস্পতিবার তার রায় ঘোষণা হল। স্বস্তি পেলেন না রাহুল গান্ধী।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বৃষ্টির-পূর্বাভাস,-৪০-কিমি-বেগে-বইবে-ঝোড়ো-হাওয়া!-স্বস্তির-খবর-দিল-হাওয়া-অফিস Read Next

বৃষ্টির পূর্বাভাস, ৪০ কি...