You will be redirected to an external website

মোদীর নামে কুমন্তব্য করায় বাড়ি ছাড়া হয়ে ‘আকূল’ রাহুল গান্ধী!

মোদীর-নামে-কুমন্তব্য-করায়--বাড়ি-ছাড়া-হয়ে-‘আকূল’-রাহুল-গান্ধী!

১২ তুঘলক লেনের সরকারি বাংলো ছাড়লেন রাহুল! সংগৃহীত ছবি

মোদীর নামে কুমন্তব্য করায় সাংসদ পদ খারিজ হয়ে যায় রাহুল গান্ধীর । আর ঠিক তার এক মাস পরেই লোকসভার হাউসিং কমিটির নির্দেশ অনুযায়ী সরকারী বাংলো খালি করে দেন তিনি । বাংলো খালির পর সংবাদ মাধ্যমে তিনি জানান , সত্যি কথা বলার পরিনাম তিনি প্রতি পদে পাচ্ছেন এবং সত্যি কথা বলার যদি এই পরিনাম হয় তাহলে তিনি বার বার এনম শাস্তি মেনে নিতে রাজি । 

এদিন দুপুরে বাংলো খালি করার পর রাহুল বলেন, “১৯ বছর ধরে যে দেশবাসী আমাকে এই বাংলোয় থাকতে দিয়েছে, তাঁদের ধন্যবাদ। আমার থেকে এই বাড়ি ছিনিয়ে নেওয়া হল। আজকের দিনে সত্যি কথা বলার মূল্য দিতে হল। তবে সত্যি বলার জন্য যে কোনও রকমের মূল্য দিতে রাজি।”

১২ তুঘলক লেনের বাংলো ছাড়ার পর কোথায় থাকবেন প্রাক্তন কংগ্রেস সাংসদ? এদিন নিজেই সেকথা স্পষ্ট করেন তিনি। আপাতত মা সোনিয়া গান্ধীর সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।“প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর ১০ জনপথের বাংলোতেই আপাতত থাকব। পরে অন্য কোথাও থাকার ব্যবস্থা করব।” এদিন বলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ।প্রসঙ্গত, চলতি বছরের ১৫ এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন বাংলো থেকে নিজের জিনিসপত্র সরিয়ে নেন রাহুল গান্ধী। ওই দিনই সমস্ত জিনিস মা-র বাংলোতে পাঠিয়ে দেন তিনি। 

কমিটির তরফে চিঠি পাওয়া মাত্রই তিনি পাল্টা জবাবে জানান , সময়ের মধ্যেই তিনি এই বাংলো খালি করে দেবেন । তার কথা মতোই নিয়ম লঙ্ঘন না করেই তিনি শনিবার দুপুরেই বাংলো ছেড়ে দেন ।  বাংলো ছাড়ার সময় তিনি সংবাদমাধ্যমে এই বাংলা মানুষদের ধন্যবাদও জানান।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

ইডেনে আইপিএল থাকায় , মধ্য...