You will be redirected to an external website

সংসদ ভবনের উদ্বোধন নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের

সংসদ-ভবনের-উদ্বোধন-নিয়ে-মোদীকে-কটাক্ষ-রাহুলের

সংসদ ভবনের উদ্বোধন নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের

সংসদ ভবনের উদ্বোধন নিয়ে রবিবার বেলার দিকে একটি টুইট করেছেন রাহুল। তাতে তিনি লিখেছেন, ‘‘সংসদ আসলে দেশের মানুষের গলার স্বর।’’ এর পরেই মোদীকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, ‘‘প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক ভেবেছেন।’’

রবিবার সকাল সকাল সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে গিয়েছিলেন মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। বিরোধীরা অবশ্য এই অনুষ্ঠান বয়কট করেছিল। ২০টি বিরোধী দল অনুষ্ঠানে ছিল গরহাজির। তবে তাতে অনুষ্ঠানে কোনও ব্যাঘাত ঘটেনি। বেদমন্ত্র পাঠ করে, পুজো এবং যজ্ঞে অংশ নিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন মোদী। তিনি সর্বধর্ম প্রার্থনাতেও অংশ নেন। তার পর ১০১ তম ‘মন কি বাত’-এ ভাষণ দেন মোদী।

সংসদ ভবন কে উদ্বোধন করবেন, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল প্রথম থেকেই। বিরোধীদের দাবি ছিল, সাংবিধানিক পদমর্যাদা বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উচিত এই উদ্বোধন করা। রাষ্ট্রপতিকে টপকে প্রধানমন্ত্রীর উদ্বোধন অনেকেই মেনে নিতে পারেননি। সেই বিতর্কের জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্তও। কিন্তু শেষ পর্যন্ত বিরোধীদের দাবি মানা হয়নি।

এনসিপি প্রধান শরদ পওয়ার এই উদ্বোধন প্রসঙ্গে বলেছেন, ‘‘সকালের অনুষ্ঠান আমি দেখেছি। আমি যে ওখানে যাইনি তাতে আমি খুশি। ওখানে যা যা হয়েছে, দেখে আমি চিন্তিত। আমরা কি দেশটাকে আরও পিছিয়ে দিচ্ছি? এই অনুষ্ঠান কি শুধুমাত্র কয়েক জন মানুষের মধ্যেই সীমাবদ্ধ হওয়ার কথা ছিল?’’ একই ভাবে অনুষ্ঠানকে কটাক্ষ করতে ছাড়লেন না রাহুলও।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কিছুক্ষণই-কাঁপিয়ে-ঝড়-বৃষ্টি-কলকাতা-সহ-১৪-জেলায়...!-হলুদ-সতর্কতা-জারি! Read Next

কিছুক্ষণই কাঁপিয়ে ঝড়-বৃ...