রাহুলের কনভয় আটকে দিল বিজেপি শাসিত মণিপুরের পুলিশ
মণিপুর সফরের গোড়াতেই বাধার মুখে পড়লেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যে গোষ্ঠীহিংসায় ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে শরণার্থী শিবিরে যাচ্ছিলেন তিনি। কিন্তু পথেই বিজেপি শাসিত মণিপুরের পুলিশ রাহুলের কনভয় আটকে দিয়েছে বলে কংগ্রেসের অভিযোগ কংগ্রেসের। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এই অভিযোগ করে বলেছেন, ‘‘ইম্ফল থেকে ২০-২৫ কিলোমিটার দূরে চূড়াচাঁদপুর জেলার বিষ্ণুপুর এলাকায় রাহুলজির কনভয় আটকে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ দিল্লি থেকে বিমানে মণিপুরের রাজধানী ইম্ফলে পাড়ি দেন রাহুল। সাড়ে ১১টা নাগাদ পৌঁছন ইম্ফল বিমানবন্দরে। গোষ্ঠীহিংসায় দীর্ণ উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যে দু’দিনের একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কিন্তু গোড়াতেই বাধার মুখে পড়তে হল তাঁকে। প্রসঙ্গত, অতীতে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্দসৌরে পুলিশের গুলিতে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে শিবরাজ সিংহ চৌহান সরকারের পুলিশের বাধার মুখে পড়েছিলেন তিনি।
শুক্রবার রাজধানী ইম্ফলের বিভিন্ন শরণার্থী শিবিরে যাওয়ার কথা রাহুলের। যুযুধান মেইতেই জনগোষ্ঠী এবং কুকি এবং নাগা জনজাতির নাগরিক সমাজের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। দিল্লি ফেরার আগে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করতে পারেন তিনি। জাতীয় স্তরের রাজনৈতিক নেতাদের মধ্যে রাহুলই প্রথম মণিপুরে গিয়েছেন।