You will be redirected to an external website

গোড়ায় গিয়ে খতিয়ে দেখবে রেল, বালেশ্বরে পৌঁছে জানালেন রেলমন্ত্রী

গোড়ায়-গিয়ে-খতিয়ে-দেখবে-রেল,-বালেশ্বরে-পৌঁছে-জানালেন-রেলমন্ত্রী

বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

রেলমন্ত্রী জানিয়েছেন, কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তার কারণ খুঁজে বার করা হবে। তাঁর কথায়, ‘‘রাতেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। একেবারে গোড়ায় গিয়ে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে রেল। রেলওয়ে সেফটি কমিশনার স্বতন্ত্র ভাবে তদন্ত করবেন। কিন্তু প্রাথমিক ভাবে আমাদের অগ্রাধিকার অন্য।’’

তিনি আরও বলেন, ‘‘আপাতত দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজেই জোর দেওয়া হচ্ছে। আমাদের প্রাথমিক এবং একমাত্র লক্ষ্য আহতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা এবং উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা। কাছাকাছি কটক, কলকাতা, ভুবনেশ্বরের মতো শহর রয়েছে। যেখানে সবচেয়ে ভাল চিকিৎসার সুযোগ থাকবে, সেখানেই সব ব্যবস্থা করা হবে।’’

পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, কী ভাবে এমন ভয়াবহ বিপর্যয়, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। রেলের তরফে জানানো হয়েছে, রেলওয়ে সেফটি কমিশনার  এএম চৌধরি এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

বাতিল বহু ট্রেন,স্টেশনে ...