You will be redirected to an external website

জামুরিয়া থানার কেন্দা ফারিয়ায় রেলের মালগাড়ির বগি উল্টে আহত ছয় ব্যক্তি

জামুরিয়া-থানার-কেন্দা-ফারিয়ায়-রেলের-মালগাড়ির-বগি-উল্টে-আহত--ছয়-ব্যক্তি

রেলের মালগাড়ির বগি উল্টে আহত ছয় ব্যক্তি। ছবি:নিজস্ব

নিজস্ব সংবাদদাতা : জামুরিয়া থানার কেন্দা ফারিয়া এলাকার তফসি রেলওয়ে সাইটিং একটি রেলের মালগাড়ির বগি উল্টে আহত হল ছয় জন ব্যক্তি। আহতদের সকলকেই রানীগঞ্জের রয়েল কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুপুর প্রায় দেড়টা নাগাদ হঠাৎ ই মালগাড়ির ৪৩ নম্বর বগি উল্টে পড়ে আহত হয় তারা। মাল গাড়ির এই বগিতে করে উড়িষ্যা থেকে রানীগঞ্জ ও জামুরিয়া শিল্প তালুকের সিমেন্ট তৈরির কারখানার সিমেন্টের কাঁচামাল  স্ল্যাগ নিয়ে আসা হচ্ছিল। হঠাৎই সেই মাল ভর্তি ওয়াগেন উল্টে যাওয়ায় ৬ শ্রমিক তাতে চাপা পড়ে যায়।

বিষয়টি লক্ষ্য করে সংলগ্ন অংশে থাকা অন্য সকল কর্মীরা তাদের তড়িঘড়ি ওই স্ল্যাগের মধ্যে থেকে উদ্ধার করে। তাদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্রমিকেরা জানান হঠাৎ করেই তাদের কাজ করার সময়ই ওই বগিটি উল্টে যাওয়ায় ঘটে এই বিপত্তি, তারা কি কারনে ওই বগিটি উল্টে গেল সে সম্পর্কে কিছুই বুঝে উঠতে পারছেন না বলে জানান। আহতদের এখন ভর্তি করা হয়েছে ওই হাসপাতালে। এদিকে আসানসোল রেল ডিভিশনের তফসি রেলওয়ে সাইডিং এর ওই অংশে মালগাড়ি থেকে আবারো বগিতে নিয়ে আসার জন্য চলছে জোর তৎপরতা। যদিও কি কারণে এই ঘটনা তা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোন মতামত উঠে আসেনি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Santiniketan:-শান্তিনিকেতনের-হারিয়ে-যাওয়া-চন্দন-বন-ফিরিয়ে-দেওয়ার-সিদ্ধান্ত-বনবিভাগের Read Next

Santiniketan: শান্তিনিকেতনের হা...