টুরিস্ট স্পেশ্যাল ট্রেন চালু করতে চলেছে রেল
আবারও স্পেশ্যাল টুরিস্ট ট্রেন চালানোর পরিকল্পনা নিল ভারতীয় রেল। সেই লক্ষ্যে রেল পর্যটনকে উন্নত করতে এবার শহরে শহরে প্রচার শুরু করল রেল। সেই লক্ষ্যে পুজোতেই নতুন উদ্যোগে বৈষ্ণোদেবী থেকে শুরু করে আজমীর শরিফ-সহ ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের বিশেষ সুযোগ দিয়ে এগিয়ে এল রেল কর্তৃপক্ষ। শুক্রবারই তমলুকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে আইআরসিটিসি ইস্ট জনের পক্ষ থেকে ‘ভারত গৌরব’ স্পেশ্যাল এই টুরিস্ট ট্রেন চালু করার কথা জানানো হয়েছে।
মূলত, রেলওয়ে পর্যটনকে আরও কীভাবে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন রেলকর্তারা। এক্ষেত্রে স্পেশ্যাল এই দুটি টুরিস্ট ট্রেন আসন্ন পুজোর মরশুমে উত্তর ভারতের সঙ্গে মাতা বৈষ্ণোদেবী দর্শন এবং রয়্যাল রাজস্থান নামে চালু করা হচ্ছে।
এভাবেই ভারতবর্ষের দীর্ঘ পথ পরিক্রমা, যাবতীয় খাওয়াদাওয়া ও হোটেল খরচ-সহ ভ্রমণের ক্ষেত্রে দর্শনার্থীদের মাথাপিছু ট্রেনের বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে প্যাকেজ মূল্য ধার্য করা হয়েছে। দুটি ক্ষেত্রেই ট্রেনের ইকোনমি ক্লাস, স্ট্যান্ডার্ড ক্লাস এবং কমফোর্ট ক্লাস হিসেবে প্যাকেজ মূল্য ধার্য করা হয়েছে। এই প্যাকেজ এ মধ্যে ট্রেন ভাড়া হোটেলের রাত্রিবাস, সমূহ আহারাদি টিফিন, দুর্ঘটনাজনিত ভ্রমণ বীমা এবং বাসে করে অভিজ্ঞ গাইড সহ দর্শনীয় স্থানে ভ্রমণ সবই যুক্ত রয়েছে। তবে যেহেতু উত্তর ভারতের বৈষ্ণব দেবীর মন্দিরের এই টুর টি তীর্থক্ষেত্র দর্শনের জন্য সেক্ষেত্রে সম্পূর্ণ নিরামিষ আহারের বন্দোবস্ত করা হয়েছে।