সোমবার দুপুরে বৃষ্টি নামল কলকাতায়
সোমবার দুপুরে বৃষ্টি নামল কলকাতায়। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও। বৃষ্টি হয়েছে হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলাতেও। দিঘা এবং সংলগ্ন এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় বৃষ্টিতে ভিজেছে মহিষাদল, নন্দকুমার-সহ বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, বারুইপুর, ক্যানিং এলাকায়।
হানগরের বিভিন্ন প্রান্তে কয়েক ফোঁটা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে মেঘলা আকাশ ছিল। তবে বেলা গড়াতে রোদের দেখা পাওয়া যায়। বৃষ্টিও অধরা ছিল। সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। তবে দুপুর ১২টার পর শহরের আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছে। আর তার পরই বৃষ্টি নেমেছে শহরের বিভিন্ন এলাকায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।আগামী ৩ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে আবার তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে।