You will be redirected to an external website

Weather Update:: বৃষ্টি এখনও চলবে,পরপর সাতদিন বৃষ্টি,কেমন থাকবে আবহাওয়া

Weather-Update::-বৃষ্টি-এখনও-চলবে,পরপর-সাতদিন-বৃষ্টি,কেমন-থাকবে-আবহাওয়া

পরপর সাতদিন বৃষ্টি,কেমন থাকবে আবহাওয়া

গত সপ্তাহের শেষের দিকে স্বস্তির আবহাওয়া পেয়েছিল রাজ্যবাসী। বিশেষত গত রবিবার সকাল থেকে যে মেঘলা আবহাওয়া পেয়েছিল কলকাতা ও আশপাশের জেলার বাসিন্দারা, তা এই চৈত্রে স্বস্তি দিয়েছিল অনেকটাই। তারপর থেকে বেশ কয়েকটা দিন কেটে গেলেও আবহাওয়ার খুব বেশি পরিবর্তন হয়নি। তাপমাত্রা সেই অর্থে বাড়েনি। 

বৃষ্টি এখনও চলবে। আগামী কয়েকদিনের জন্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রাজ্যের একাধিক জেলায়। মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার থেকেই শুরু হবে বৃষ্টি। কোনও কোনও জেলায় সেটা চলবে আগামী ১৮ এপ্রিল অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

যে সব জেলায় বৃষ্টি হবে, তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। এর মধ্যে জলপাইগুড়িতেই সবথেকে বেশি সময় ধরে হবে বৃষ্টি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Abhishek-Banerjee:-৪৮-ঘণ্টার-মধ্যে-টর্নেডোয়-দুর্গতদের-১.২০-লক্ষ-টাকা-দেবেন-মমতা-:-অভিষেক Read Next

Abhishek Banerjee: ৪৮ ঘণ্টার মধ্যে ট...