You will be redirected to an external website

Weather Forecast: শুক্রবার থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে! কোন কোন জেলায় হবে বৃষ্টি?

Weather-Forecast:-শুক্রবার-থেকে-বৃষ্টি-দক্ষিণবঙ্গে!-কোন-কোন-জেলায়-হবে-বৃষ্টি?

শুক্রবার থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে!

গ্রীষ্মের দহনজ্বালার পর আশা জাগিয়েও বৃষ্টির দাক্ষিণ্য জুটল না দক্ষিণবঙ্গবাসীর কপালে৷ তবে অবশেষে সাময়িক স্বস্তির বাণীর শোনা গেল৷মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, কোটা, শিবপুরি, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া, কাঁথি পর্যন্ত বিস্তৃত। এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে৷আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস; সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। কলকাতা-সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে দক্ষিণবঙ্গে। রবিবার ও সোমবার তুলনামূলক কম বৃষ্টি বা স্ক্যাটার্ড রেনের সম্ভাবনা রয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-আম্বানিদের-বিয়েতে-যোগ-দিতে-মুম্বই-সফরে-মুখ্যমন্ত্রী,-সারবেন-রাজনৈতিক-বৈঠকও Read Next

Mamata Banerjee: আম্বানিদের বিয়েত...