দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি
রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বৃষ্টি হচ্ছে। আগামী দু ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম মুর্শিদাবাদ জেলায়।২৩ জুন বাংলার আনাচে-কানাচে বর্ষা ঢুকে গেল। ১২ই জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর মালদার উপরে তার অবস্থান ছিল ১৮ই জুন পর্যন্ত।দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতির মাঝেই ১৯শে জুন বর্ষা ঢুকে পড়ে দক্ষিণবঙ্গে।দক্ষিণবঙ্গের আরও কয়েক জেলা যেমন, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও
আজ সোমবার রাজ্যের উপকূলের জেলায় নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে আরও প্রায় ২ ডিগ্রির কাছাকাছি।বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই ঘূর্ণাবর্তটি মসুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপরে অবস্থান করছে। এটি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি আগামীতে শক্তি সঞ্চয় করতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর।আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই নিম্নচাপের জেরে সাগরে হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি হতে পারে।ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷কলকাতায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা না থাকলেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই জানতে পারা গিয়েছে ৷ আকাশ প্রধানত মেঘাচ্ছন্নই থাকবে ৷