শনিবার সন্ধ্যা থেকেই বৃষ্টি রাজ্যে
শনিবার বিকাল থেকেই ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বইতে পারে ঝোড়ো হাওয়া। যার রেশ চলবে আগামী কয়েক দিন পর্যন্ত। তাপ জুড়োনো শুরু হবে তপ্ত দক্ষিণবঙ্গে। পূর্বাভাস দিয়ে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হতে পারে কলকাতায়। বৃষ্টিতে ভিজতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে, কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে।
সোমবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টিতে ভিজবে দুই পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া। তবে মঙ্গল এবং বুধ থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এবং বুধবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত দু’দিনের জন্যই রয়েছে সেই সতর্কবার্তা।
মঙ্গল এবং বুধবার কলকাতা সংলগ্ন দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতায়।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরের বুকে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় মোকা। যা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে থেমে থাকেনি। বঙ্গোসাগরের বুকে পরাক্রম বাড়িয়ে তা পরিণত হয়েছে প্রচণ্ড শক্তিশালী মারাত্মক প্রবল এক ঘূর্ণিঝড়ে। যা প্রবল বেগে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে। সেই আবহে রাজ্যেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস।