বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণের সব জেলায়
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তার আগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ আশপাশের জেলার আকাশে মেঘ রয়েছে। আপাতত আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের সব জেলায়। তার জেরে গরম কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
মে মাসের শেষ দিন উত্তরবঙ্গে বর্ষা এসেছে। কিন্তু দক্ষিণে তার আগমন বার বার পিছিয়ে যাচ্ছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর বলেছিল, বর্ষা আসবে চার থেকে পাঁচ দিনের মাথায়। অর্থাৎ, মঙ্গল অথবা বুধবার। মঙ্গলবার আলিপুর হাওয়া অফিস জানাল, বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে। তার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। মৌসুমি বায়ুর উত্তর অংশটি এখনও ইসলামপুরেই থমকে রয়েছে। এ দিকে উত্তর-পূর্ব অসম এবং আশপাশের এলাকার উপর বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উঁচুতে।
হাওয়া অফিসের পূ্র্বাভাস, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার)। জারি করা হয়েছে লাল সতর্কতা। আগামী শনিবার পর্যন্ত এই তিন জেলায় চলতে পারে ভারী বৃষ্টি। এই তিন জেলার সঙ্গে দার্জিলিং এবং কালিম্পঙেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।