দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা
কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ, শুক্রবার ও আগামিকাল, শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। পশ্চিমের ও উপকূলের ছয় জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে পার্বত্য জেলাতেও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷তাপমাত্রার ওঠানামায় রাজ্যে হেমন্তের পরিবেশ। আরও বাড়ল তাপমাত্রা। জেলায় জেলায় শীতের আমেজ উধাও। বৃষ্টির পর ফের নামবে পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা নামতে পারে। ফলে আবার ফিরবে শীতের আমেজ। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার থেকে পারদ নামবে বেশ কিছুটা।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা আরও একটু বেড়েছে। আপাতত এইরকম তাপমাত্রা আরও দু’দিন থাকবে। রবিবার পর্যন্ত এইরকম পরিস্থিতি থাকবে। শীতের আমেজ কার্যত উধাও। হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। সোমবার থেকে হওয়া বদল হবে। আগামী মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমতে পারে বলে ইঙ্গিত হাওয়া অফিসের।পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে বৃষ্টি হবে রাজ্যে। ধীরে ধীরে পূবালী হাওয়ার প্রভাব বাড়ছে। সঙ্গে ঢুকছে জলীয় বাষ্প। তাই আগামী কয়েকদিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ।
আজ, শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম।শনিবারেও কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারেও হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারো তাপমাত্রা নামতে পারে।