মঙ্গলবারও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে
সোমবারের পর মঙ্গলবারও রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদের দেখা পাওয়া গিয়েছে। সোমবারের সকালের ছবিটাও একই রকম ছিল। তবে বিকেলের পর আকাশের রং বদলায়।
গত কয়েক দিনে আবার অস্বস্তিকর গরমের প্রত্যাবর্তন ঘটেছিল দক্ষিণবঙ্গে। তবে ঘূর্ণিঝড় মোকা বিদায় নিতেই রাজ্যে বৃষ্টি ফিরেছে। সোমবার সন্ধ্যায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে কলকাতার একাংশ। শহরের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে। আলিপুর জানিয়েছে, কলকাতায় ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড় হয়েছে। কলকাতার পাশাপাশি জেলাতেও ঝড়ের দাপট ছিল। দক্ষিণের বিভিন্ন জেলায় ঝড়ের তাণ্ডবে ৩ জনের মৃত্যু হয়েছে।