সারা সপ্তাহ জুড়ে চলতে পারে বৃষ্টি
সারা সপ্তাহ জুড়ে চলতে পারে বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। এমনকি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতিও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে না ভিজলেও আগামী শুক্রবার এবং শনিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের চার জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি দক্ষিণের এই দশ জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের সব জেলায়ও মঙ্গলবার এবং বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। বৃহস্পতিবার মালদহ-সহ দুই দিনাজপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহান্তে অন্য কোনও জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি নেই।
মঙ্গলবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৪ ডিগ্রি কম।