শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে চলবে শুক্রবার পর্যন্ত। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবারের পর। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এর অবস্থান। বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অভিমুখ।
শক্তি বাড়িয়ে আগামী ২৪ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে এই নিম্নচাপ এগিয়ে যাবে। ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু, রাজস্থান ও সংলগ্ন এলাকায় এবং মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড় সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে আসবে নিম্নচাপের কাছাকাছি। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি; অন্যদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি।বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি হবে। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। ২৯ জুলাই শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে।দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি।
আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না, ঘাটতি মেটার সম্ভাবনা আপাতত নেই। ধান চাষ-সহ দক্ষিণবঙ্গের কৃষি কাজে বৃষ্টির ঘাটতিতে সমস্যা হতে পারে। উত্তরবঙ্গে আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি- উপরের দিকের এই পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবারের পর বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টি বাড়বে।