এই সপ্তাহে বৃষ্টি বাড়বে রাজ্যে
এই সপ্তাহে বৃষ্টি বাড়বে রাজ্যে। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। অতিবৃষ্টির কমলা সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা।একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা। এর জেরে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। শস্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমবে।নিম্নচাপ ছত্তীসগঢ় ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ মধ্যপ্রদেশে সরে যাবে। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর নারাউল গোয়ালিয়র থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে রায়পুর আঙ্গুল এরপর পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।
উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কাল থেকে বাড়বে বৃষ্টি। ২১ থেকে ২৬ অগাস্ট ভারী বৃষ্টির আরও একটি স্পেল। ২২ থেকে ২৫ অগাস্ট অতি বৃষ্টির কমলা সর্তকতা।আজ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।কাল সোমবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি।
মঙ্গলবার ২২ অগাস্ট বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা।বুধবার ২৩ অগাস্ট অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে না বাড়লেও সামান্য বাড়তে পারে।