You will be redirected to an external website

Weather: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত! ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা অভিমুখে অগ্রসর

Weather:-বঙ্গোপসাগরে-ফের-ঘূর্ণাবর্ত!-ঘূর্ণাবর্ত-নিম্নচাপে-পরিণত-হয়ে-ওড়িশা-অভিমুখে-অগ্রসর-

উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি কিছুটা কমবে

উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি কিছুটা কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস শনি ও রবিবার। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামিকাল, ১৬ জুলাই, রবিবার। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা অভিমুখে অগ্রসর হবে। 

মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির নাড়নাউল, গোয়ালিয়ার সাতনা ডালটনগঞ্জ হয়ে শ্রীনিকেতনের উপর দিয়ে উপর দিয়ে পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরাম পর্যন্ত বিস্তৃত।দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।আজ ও কাল, শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ওপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলাতে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে।উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির স্পেলে নিচু এলাকা প্লাবিত হয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জল বিপদসীমা ছাড়াতে পারে। নিচু এলাকার ফসলের ক্ষতি।বিশেষ করে হর্টিকালচারের বেশি ক্ষতি হতে পারে। পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে। ধ্বস নেমে যান চলাচল ব্যাহত হতে পারে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

flood:-যমুনার-জলে-ভেসে-যাচ্ছিল-কোটি-টাকার-ষাঁড়,বাঁচাল-এনডিআরএফ Read Next

flood: যমুনার জলে ভেসে যাচ্ছ�...

Related News